নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ জেলায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষকদের তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচি তিন ঘন্টা পর প্রত্যাহার করেছে। জেলা প্রশাসকের আশ্বাসে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা।
সোমবার (৯ অক্টোবর) সকাল থেকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এ ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছিলেন।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সকালে আমি বিদ্যালয়ে আসি। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সাথে কথা বলি। একাডেমিক কার্যক্রম চলবে। কোন ধরনের বিচ্ছঙ্খলা এখানে হবে না এ বিষয়ে আমরা সতর্ক আছি। তদন্ত কমিটি কাজ শুরু করবে।
সোমবার সকাল সাড়ে ৭টা থেকে বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। মর্নিং শিফটের ক্লাসে কোন শিক্ষকরা যাননি। শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান।
উল্লেখ্য, গতকাল রবিবার সকাল ১০টায় বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর পর সাইফুল আমিন শীর্ষ হলে ভেতর অন্যের খাতা দেখে লেখার বিষয়টি শিক্ষক নিষেধ করেন ও পরে খাতা কেড়ে নেয়। এরপর ছাত্র শিক্ষকের দুই গালে থাপ্পড় মেড়ে বিদ্যালয় ত্যাগ করেন। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়েছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়