নিজস্ব প্রতিবেদক।।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এ বছর পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবছর মাদরাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। এ বছর পাসের হার বেড়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ বছর আলিম পরীক্ষায় ৮৮ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৩১৩ জন।