নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ মাধ্যমিক শিক্ষা জাতীকরণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা শিক্ষক সমিতি আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেই। কিন্তু আমরা শ্রম অনুযায়ী পারিশ্রমিক পাই না। চাকরি করেও আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। আমরা আর্থিক নিরাপত্তাসহ আমাদের প্রাপ্য সম্মান চাই। এজন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নায্য দাবি মেনে নিয়ে শিক্ষক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পাঁচবিবি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, শামসুল আলম প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়