আর্চারি প্রশিক্ষণে আনিকার সাফল্য

নিজস্ব প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১০ দিনব্যাপী আর্চারি প্রশিক্ষণ ক্যাম্প ২০২৩ সফলভাবে সমাপ্ত হয়েছে।

এ প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এতে প্রাথমিক ভাবে বাছাই করা হয় ৪৪ জন শিক্ষার্থীকে। এর মধ্যে থেকে সেরা তিন জনকে বাংলাদেশ আর্চারি ফেডারেশনে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

যার মধ্যে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির বাণিজ্য শাখার মেধাবী শিক্ষার্থী আনিকা তাঁর অসামান্য প্রতিভার বিকাশ ঘটিয়ে ৩০ দিন ব্যাপী ঢাকায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনে প্রশিক্ষণ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। আনিকার এই সাফল্যে খবরে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের বন্যা বয়ে যায়।

আনিকার এই সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আনিকার সাফল্যে আমরা পুরো পাইলট পরিবার আনন্দিত ও গর্বিত আমি তাঁর উত্তরোত্তর সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি, ভবিষ্যতে সে যেন আমাদের প্রতিষ্ঠানের সাফল্য অক্ষুন্ন রাখতে পারে।