আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই: জাফর ইকবাল

ঢাকাঃ শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়া হয়। সব সংকট তখনই শুরু হয় আর তা এখনও চলছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আগামী নির্বাচনে হুমকি হতে পারে। ভারতে নির্বাচনে নাকি ভয় সোশ্যাল মিডিয়া। আমাদের এখানেও ভয় আছে। আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই।

তিনি বলেন, যারা ৭১-এ বিজয়ী হয়ে আসছে তারা কেউ হতাশ হয় না। বাংলাদেশের মানুষরা প্রয়োজনে একত্রিত হয়। তার জন্য কাজ করতে হবে। শাহবাগের গণজাগরণ মঞ্চ তার প্রমাণ।

এই শিক্ষাবিদ বলেন, প্রাইমারি স্কুল থেকে শিক্ষার্থীদের মাথায় অসাম্প্রদায়িকতা ঢুকাতে হবে। কওমি মাদরাসার ৩৫ লাখ শিশুকে আমরা রক্ষা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। হেফাজতের পরামর্শে পাঠ্যপুস্তকের লেখা চেঞ্জ করা হয়। এটাও আমাদের ব্যর্থতা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়