আমাকে আরেকটু সহ্য করুন: চবি উপাচার্য

চট্টগ্রামঃ প্রধানমন্ত্রী যখন চাইবেন, তখনই পদ ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন চাইবেন আমি চলে যাব। এখন উনি চাচ্ছেন না, আমি কী করব? আমাকে থাকতেই হচ্ছে। প্রধানমন্ত্রী যখন চাচ্ছেন না তখন আপনারা আমাকে একটু সহ্য করুন।’

শুক্রবার নবনির্মিত দুটি হলের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্যের দপ্তরের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে হল দুটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের উদ্দেশে শিরীণ আখতার বলেন, ‘আমার বিরুদ্ধে যাই বলবেন বলেন, আমার কানে না আসলেই হলো। আমাকে কাজগুলো করতে দিন। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। তাই আমি মাঠ ছেড়ে যাব না, আমি ভয় পাই না। আমার ওপরে আল্লাহ আছেন, নিচে শেখ হাসিনা।’

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের জুলাই মাসে। গত ৯ অক্টোবর কাজ শেষে বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয় ঠিকাদার। হলটির মোট আসন ৭৫০টি। অন্যদিকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের কাজ শুরু হয় ২০১৮ সালে। এ হলের কাজ এখনও শেষ হয়নি। পাঁচ তলাবিশিষ্ট হলটির তিনতলার কাজ শেষ হয়েছে। পানির সংযোগ এখনও দেওয়া হয়নি।

আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদের আসন বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে ঠিক কবে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন তা চূড়ান্ত হয়নি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সজীব কুমার ঘোষ বলেন, আবাসিক শিক্ষক নিয়োগ, লোকবল নিয়োগের প্রয়োজন রয়েছে। এ কাজগুলো করে ছাত্রদের হলে উঠানো হবে।

অন্যদিকে অতীশ দীপঙ্কর হলের মোট আসন ৩১২টি হলেও কাজ শেষ না হওয়ায় বর্তমানে ১১২ শিক্ষার্থী থাকার সুযোগ পাচ্ছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত মাসেই তাদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ হলে পাহাড়ি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ অধ্যাপক জ্ঞানরত্ন শ্রমণ বলেন, কাজ এখনও শেষ হয়নি। পানির সংযোগ আর লোকবল পেলে আগামী ১ নভেম্বর হল চালু করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়