ডক্টর মো: মাহমুদুল হাছানঃ বাংলাদেশে শিক্ষাধারায় প্রধান দু’টি শিক্ষাক্রম চলমান রয়েছে; একটি হলো জাতীয় শিক্ষাক্রম, যেখানে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড (এনসিটিবি), কারিগরি, মাদ্রাসা শিক্ষাক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে বাংলা ও ইংলিশ ভার্সনে স্কুল-ককেজের শিক্ষার্থীরা যতগাক্রমে এস এস সি এবং এইচ এস সি সনদ অর্জন করে থাকে। আর মাদ্রাসার শিক্ষার্থীরা যতগাক্রমে দাখিল ও আলিম পাসের সনদ অর্জন করে থাকে। শিক্ষাধারার আরেকটি শিক্ষাক্রম হলো আন্তর্জাতিক শিক্ষাক্রম। এ শিক্ষাক্রমে প্রধান তিনটি ধারা অব্যাহত রয়েছে; ১। পিয়ারসন এডেক্সেল (Pearson Edexcel), ২। ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (CAIE)| এ দুটি ইংল্যান্ড (ইউ কে) ভিত্তিক এক্সাম বোর্ড, যার মাধ্যমে সারা বিশ্বে একই সাথে পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে। বাংলাদেশে এগুলো নিয়ন্ত্রিত হয় ব্রিটিশ কাউন্সিল দ্বারা। আর অন্যটি হলো; ৩। ইন্টারন্যাশনাল বাকালরিয়েট (International Baccalaureate), যা নিউইয়র্ক ভিত্তিক এক্সাম বোর্ডের মাধ্যমে সকল পরীক্ষা পরিচালিত হয়ে থাকে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষাক্রমে আরো কয়েকটি শিক্ষাক্রম রয়েছে যেমন; মন্টেসসরি, সিংঙ্গাপুরিয়ান, কানাডিয়ায়ান, ইন্ডিয়ান, আমেরিকান ইত্যাদি।
বাংলাদেশে অন্তর্জাতিক শিক্ষাক্রমের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ২০১৮ সালের একটি পরিসংখানে দেখা যায়, দেশের সকল ধারার শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হার ছিলো তখন মাত্র ৫ থেকে ৭ শতাংশ এবং বর্তমানে এর হার বেড়ে দাড়িয়েছে প্রায় ২৫ শতাংশে। সুতরাং ইংরেজি মাধ্যম শিক্ষা এখন বাংলাদেশের তিনটি মূল শিক্ষাধারার মধ্যে সর্বজনবিদিত একটি শিক্ষাধারা। ব্যানবেইসের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয়ের অধীন শিক্ষাবোর্ড কর্তৃক স্বিকৃতি প্রাপ্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা প্রায় সাড়ে তিনশত। (সুত্র: বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন) সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লাখ। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে প্রায় দুই হাজার ইংরেজি মাধ্যমের কিন্ডারগার্টেন স্কুল আছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। তবে, সংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলের পরিমান অনেক থাকলেও শিক্ষার গুণগত মান, প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও স্মার্ট শিক্ষা নিশ্চিত করতে পারে, এমন স্কুলের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তদুপরি, ঢাকাতে অবস্থিত হাতেগোনা কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেখানে আধুনিক ও স্মার্ট শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়ে থাকে। নিম্নে এমন কয়েকটি স্কুল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হলোঃ
১। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলঃ বাংলাদেশের কয়েকটি সেরা আধুনিক স্কুলের মধ্যে ড্যাফোডিল একটি অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল। এটি ইংলিশ মিডিয়ামের চেইন স্কুল ধারায় প্রতিষ্ঠিত। ঢাকার ধানমণ্ডি, সোবহানবাগ ও উত্তরাসহ এ প্রতিষ্ঠানের অনেকগুলি শাখা ঢাকার বাহিরেও অবস্থিত। ড্যাফোডিল ফ্যামিলির সম্মানীত চেয়ারম্যান ডক্টর সবুর খান এর নিবিড় পর্যবেক্ষণে পরিচালিত এ প্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করতে আধুনিক শিক্ষা উপকরণ প্রয়োগ করা হয়। শাখাভেদে এ স্কুলটি ক্যাম্ব্রিজ ও এডেক্সেল কারিকুলামে পরিচালিত এ স্কুল থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীরা ভালো রিজাল্ট করে বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষা অর্জন করে থাকে।
এ স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদেরকে পুস্তকনির্ভর পঠন-পাঠন প্রক্রিয়া থেকে বেরিয়ে আধুনিক প্যাডাগোজিক পদ্ধতি অবলম্বন করে পাঠদান করে থাকেন। শিক্ষার্থীরা যেন তাদের বাসায় অতিরিক্ত পড়ার বোঝা না নিতে পারে, সেজন্য শিক্ষকরা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করে দিয়ে থাকেন। হোমওয়ার্ক বলতে শুধু রিভিশন ও হাতের লেখা চর্চা দেয়া হয়ে থাকে। ক্রিয়াকলাপ ভিত্তিক শিক্ষা যেমন; প্রজেক্ট ওয়ার্ক, এসাইনমেন্ট, দলীয়কাজ, সাংস্কৃতিক কর্মকান্ড, স্পোর্টস এক্টিভিটিজ, ল্যাবভিত্তিক চর্চাসহ শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত করে থাকেন।
প্রযুক্তিভিত্তিক স্মার্ট শিক্ষা এ স্কুলটি সেরা হওয়ার আরেকটি বিশেষ কারণ। অত্র প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে শ্রেণিভিত্তিক মেধা মূল্যায়ন সাপেক্ষে সুসজ্জিত ল্যাবে কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়। মাই ই-কিডস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রীদেরকে বয়স ভেদে নানামুখী প্রোগ্রাম শেখানো হয়, যেমন; ই- টাইনি টট, ই- টায়রো, ই-প্রাইম ইত্যাদি। এছাড়াও ই-ইন্টারমিডিয়ারি ও মাই ই-এক্সপার্ট প্রোগ্রাম সমূহ রয়েছে যেখানে মিড লেভেল ও উচ্চতর লেভেলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে।
সাইন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল, আর্টস বা কলা এবং ম্যাথম্যাটিকস বা গণিত এ পাঁচটি বিজ্ঞান বিষয়ক জ্ঞানের সমন্বয়ে স্টীম শিক্ষা সন্নিবেশিত। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এ স্টিম শিক্ষাধারা চালু রয়েছে। এ শিক্ষা নিশ্চিত করতে অত্র স্কুলে একটি আধুনিক সরঞ্জামাদি দ্বারা সুসজ্জিত একটি স্টিম ল্যাব রয়েছে, যা বাংলাদেশে প্রথম ল্যাব হিসাবে স্বিকৃত। দৈনন্দিন শিক্ষাক্রমের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা রুটিন মাফিক স্টীম ল্যাবে গিয়ে তাদের পছন্দমতো ব্যাবহারিক শিক্ষা গ্রহন করে থাকে। এতে অল্প বয়সেই তারা বিজ্ঞানধর্মী জ্ঞানের আবহ গ্রহন করতে পারে। এছাড়া পদার্থ, রসায়ন ও জীববিদ্যার পৃথক পৃথক ল্যাবে ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত সময়ে বা রুটিন মোতাবেক নিয়মিত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। অত্র স্কুলের শিক্ষার্থীরা অন্যদের তুলনায় বেশি স্মার্ট শিক্ষার সুযোগ লাভ করতে পারে।
২। স্কলাস্টিকা: ইংলিশ মিডিয়াম স্কুলগুলির মধ্যে স্কলাস্টিকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে এটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে জ্ঞানের দ্যুতি ছড়াচ্ছে এ প্রতিষ্ঠানটি। এ লেভেল এবং ও লেভেল এ বরাবরই ভালো ফলাফল করে আসছে এ প্রতিষ্ঠানটি। স্কলাস্টিকা একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে সততা, সহানুভূতি এবং দায়িত্ব বোধের জায়গা তৈরি করে।
৩। সানবিমস: সানবিমস স্কুলটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল। এটি ক্যাম্ব্রিজ কারিকুলাম অনুসৃত একটি উন্নতধারার স্কুল। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। এ স্কুলের লক্ষ্য এমন ব্যক্তিদের তৈরি করা যারা শুধুমাত্র একাডেমিকভাবে পারদর্শী নয় বরং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখতেও সক্ষম
৪। সানিডেল: গুণগত শিক্ষা উন্নয়নে এ প্রতিষ্ঠানটির অনেক সুনাম রয়েছে। ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের নক্ষত্রের অত্র স্কুলটি। প্রতিষ্ঠানটির লেখাপড়া, শিক্ষার পরিবেশ, ফলাফল, খেলাধুলা এমনকি এক্সটা কারিকুলার কার্যক্রম তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নিয়ম শৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক পাঠদানই দিনদিন শিক্ষার্থী তথা অভিভাবকদের মন জয় করে নিয়েছে এ স্কুলটি। কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এর সাথে অনুমোদিত, যা শিক্ষার্থীদের কেমব্রিজ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়।
৫। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলঃ বাংলাদেশে সম্প্রতি প্রতিষ্ঠিত ঢাকায় অবস্থিত একটি উন্নত মানের এডেক্সেল কারিকুলামভূক্ত স্কুল। এ স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক। এখানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন চর্চার অনেক সুযোগ রয়েছে, যা তাদেরকে স্মার্ট নাগরিক বানাতে সাহায্য করে। এভেরোজ স্কুলটিতে ইসলামি শিক্ষার উপর একটু বেশি জোর দিয়ে থাকে। দিন দিন এদের শাখা সংখ্যা বেড়ে চলেছে ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্রে।
৬। ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল: ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল একাডেমিক শ্রেষ্ঠত্বের সমার্থক এবং প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে লালন করার প্রতিশ্রুতি। স্কুলের দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক চিন্তাভাবনা, সাংস্কৃতিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধের উপর জোর দেয়। স্মার্ট শিক্ষায় এ স্কুলের ভূমিকা বেশে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষার প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যেমে একটি উন্নত শিক্ষা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
৭। হোপ ইন্টারন্যাশনাল স্কুলঃ বাংলাদেশের খ্যাতিমান কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে হোপ স্কুলটি অন্যতম। ক্যাম্ব্রিজ কারিকুলামে পরিচালিত অত্র স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে বিচরণের জন্য নানবিধ সহ-পাঠ্যক্রমিক শিক্ষাকার্যক্রমে অংশগ্রহন করে থাকে। প্রতি বছর বাংলা অলিম্পিয়াডের আয়োজন এ স্কুলের একটি অন্যতম বৈশিষ্ট্য।
মোটকথা, বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জায়গাতে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়ে থাকলেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদেরকে স্মার্ট জাতি হিসেবে তৈরি করতে যে সকল স্কুল গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম তাদের সংখ্যা একেবারেই নগন্য। উপরে বর্ণিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি ছাড়াও আরো কিছু স্কুল রয়েছে, যেখানে শিক্ষার মান ঠিক রাখতে অনবরত চেষ্ঠা করা হয়ে থাকে, একাডেমিয়া, মানারাত, মাস্টারমাইন্ড, লর্ডস, প্লে-পেন ও গ্রিনহেরাল্ড তম্মধ্যে অন্যতম। সুতরাং বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সার্বিক পৃষ্ঠপোষকতায় আমাদের সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষার সঠিক মান নিয়ন্ত্রণে তাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করা উচিত।
লেখকঃ এডুকেটর, প্রিন্সিপাল এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ স্মার্ট এডুকেশন নেটওয়ার্ক (বিডিসেন)
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়