আদালত অবমাননা করার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরসহ ৭ জনকে তলব করা হয়েছে। আগামী ৪ মে তারিখের মধ্যে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
গতকাল চট্টগ্রামের হাটহাজারী সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন।
আদালতের নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও চবিতে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করার কারণে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
আদালত অবমাননার মামলাটি দায়ের করেছেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম ফজলুল হক রাসেল।
বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান মুরাদ। তিনি বলেন, চবিতে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি ছিল। গত ২৩ ফেব্রুয়ারি আদালত এই নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও ২৪ ফেব্রুয়ারি চবি প্রশাসন ম্যারাথন আয়োজন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি স্বীকার করেছেন। প্রশাসন চেয়েছে বিধায় ম্যারাথন আয়োজন সম্ভব হয়েছে। এবিষয় গুলো আমরা আদালতের নজরে এনেছি। এই আয়োজনের ফলে আদালতের আদেশ অমান্য করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ রান বাংলাদেশের রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এম এ আশেক, প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইমতিয়াজ আহমেদ এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আগামী ৪ মে আদালতে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী কেএম ফজলুল হক রাসেল বলেন, আদালতের আদেশ চবি প্রশাসন প্রোগ্রামের আগের দিন গ্রহণ করার পরও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ম্যারাথনের আয়োজন করেছেন। একজন সাবেক ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এটি আশা করিনি।
এর আগে, বাদী কেএম ফজলুল হক রাসেলের করা এক মামলায় ২৩ ফেব্রুয়ারি চবিতে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে আদালত। কিন্তু, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ম্যারাথনের আয়োজন করেছেন চবি প্রশাসন। যা আদালত অবমাননার সামিল। ফলে, বাদী ফজলুল হক আদালত অবমাননার মামলা দায়ের করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়