আড়াইহাজারে ৮ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন- এমপি বাবু

 মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যেগে বুধবার ৮ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এই মেলার উদ্ধোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী কমিশনার ভূমি মো: উজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, উপজেলা কৃষি অফিসার রঘুনাথ নাহা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। মেলায় মোট ১৪টি স্টীল বসছে। মেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয় ।