মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে সেমিনারে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, উপ পরিচালক (নারায়ণগঞ্জ) আসাদুজ্জামান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল জাব্বার, ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, সাহিদা মোশারফ, আলী হোসেন, নাজিমউদ্দিন মোল্লা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার রাজু জুয়েল প্রমুখ।
সেমিনারে ইউএনও সোহাগ হোসেন জানান, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির ভাতা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে ‘গভর্নমেন্ট টু পারসন’ বা ‘জিটুপি’ পেমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। ডিজিটাল এই পদ্ধতিতে এখন থেকে সরকারি কোষাগার থেকে সুবিধাভোগীদের ভাতা তাদের ব্যাংক অথবা মোবাইল ব্যাংক অথবা পোস্টাল অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। নতুন এ ব্যবস্থায় সুবিধাভোগীর নিজের পছন্দের ব্যাংক অথবা মোবাইল বা পোস্টাল অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার অর্থ জমা হবে এবং তিনি এসএমএস-এর মাধ্যমে অর্থ জমার বিষয় জানতে পারবেন।