মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ” ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ এর আড়াইহাজার ফিল্ড অফিস ” এর উদ্যোগে বায়ু দূষণ, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক গবেষণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার সকাল ১১টায় আড়াইহাজার ফিল্ড অফিসের হল রুমে ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডা. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এসএম মঞ্জুরুল হান্নান খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া, ইউশিকাগো রিসার্চ এর চীফ ফিল্ড অফিসার ডা. আলাউদ্দিন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এটুজেড হাসপাতালের এমডি নাইম মোল্লা, সেন্ট্রাল হাসপাতালের এমডি সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ড. এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে। তার ফলে প্রতি ঘণ্টায় ৮শ লোক মারা যাচ্ছেন। সড়ক দুর্ঘটনায় যে লোক মারা যায় তার ১০ গুণ লোক বেশী মারা যায় পরিবেশের কারণে।
ইটভাটা, রাস্তায় নির্মাণ সামগ্রী, কালকারখানার ধোঁয়ায় পরিবেশ বেশী দূষিত হচ্ছে। তিনি সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা সভায় ইট ভাটা, মিল মালিক, শিক্ষক, এনজিও কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।