আড়াইহাজারে টেকসই উন্নয়ন অভীস্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে সোমবার দিন ব্যাপী উপজেলায় মুক্তিযোদ্ধা এস এম মাযহারুল হক অডিটরিয়ামে টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম স্বপন, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, খাগকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিব ইসমাইল ভুইয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজুয়ানা হক, উপজেলা প্রানী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ শামীম আহমেদ ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সফরুদ্দিন প্রভাত প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যানগণ অংশ নেন।