আগস্টে গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

ঢাকাঃ জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম শেষে আগস্টে ক্লাস শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

শনিবার গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পেরেছি। ইতিমধ্যে দুটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিনদিনের মধ্যে আমরা ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করব। জুলাইয়ের মধ্যেই আমরা ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ করব। আর আগস্টে আমরা ক্লাস শুরু করব।’

উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল, এই বছর তা নেই। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়