অর্থ সংকট: উদ্বোধনের ১৭ দিনের মাথায় বন্ধ স্কুল ফিডিং

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়

চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গা কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে চালু করা হয়েছিল স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি। তবে অর্থ সংকটে দুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যালয়ে উপস্থিতির হার কমেছে প্রায় ২০ শতাংশ। উদ্বোধনের ১৭ দিনের মাথায় বন্ধ হয়ে যায় এ কর্মসূচি। দ্রুত এ কার্যক্রম চালু না হলে শিক্ষার্থী ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষকরা।

জানা গেছে, গত ৩১ জুলাই কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থীকে এ প্রকল্পভুক্ত করা হয়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানায়, কয়েক দিন আগেও টিফিনে তাদের প্যাকেট দুধ দেওয়া হতো। কিন্তু এখন আর দুধ পাচ্ছে না। ফলে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাচ্ছে না অনেকে।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির সব শিক্ষার্থীকে প্রতিদিন ২০০ মিলিলিটার ইউএইচটি তরল দুধ পান করানো হবে। ২০২৫ সালের জুনে এর মেয়াদ শেষ হবে। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি জানান, অর্থ সংকটের কারণে কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানু বলেন, ১৭ দিন দু’হাজার প্যাকেট দুধ বিতরণ করা হয়েছে। গত ২২ জুলাই থেকে বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন শিক্ষকেরা।

ইউএনও স্নিগ্ধা দাস বলেন, ফের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়