চাঁদপুরঃ জেলার হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিভাবকদের তোপের মুখে এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। শনিবার সকাল ১০টায় নিয়োগ পরীক্ষা শুরুর আগেই অভিভাবক ও স্থানীয়দের তোপের মুখে পড়ে নিয়োগ কমিটি ও পরীক্ষায় অংশগ্রহণকারীরা। প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে বিদ্যালয় মাঠে মিছিল করে অভিভাবকরা ও স্থানীয়রা। তাদের অভিযোগ একক স্বেচ্ছাচারিতায় নিয়োগ কমিটিতে ডিজি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকের পছন্দের দেওয়া নাম। ডিজি প্রতিনিধি মতলব দক্ষিণ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের বান্ধবীর স্বামী এবং শিক্ষক প্রতিনিধি হাজীগঞ্জের পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান প্রধান শিক্ষকের ক্লাসমেট।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ নিয়োগ কমিটি সাজানো হয়েছে। এতে মোটা অংকের অর্থের বিনিময়ে আগের রাতে নিয়োগ দেওয়ার পাঁয়তারা শুরু হয়।
সকাল ৯টায় প্রধান শিক্ষক জোৎস্না আক্তার বিদ্যালয়ে প্রবেশ করার পরপরই অভিভাবক ও স্থানীয়রা জড়ো হতে থাকে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়