অবসরের বয়সসীমা ৬৬ চান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

মন্ত্রণালয়ের ‘না’

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর) শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা আগে থেকেই ৬৫ বছর ছিল। ২০১২ সালের জুলাইয়ে ‘সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন’ সংসদে পাস হওয়ার পর দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়।

সম্প্রতি অবসর গ্রহণের বয়সসীমা এক বছর বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। অর্থাৎ অবসরের বয়সসীমা ৬৬ বছর করতে চান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বয়সসীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।

গত বছরের জানুয়ারিতে বয়সসীমা বাড়ানো সংক্রান্ত একটি চিঠি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। জবাবে বয়সসীমা বাড়ানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২-এর ধারা-৩ অনুযায়ী অবসর গ্রহণের পরবর্তী এক বছর বয়সসীমা বৃদ্ধির কোনো সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে বিষয়টি অবহিত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়