ঢাকাঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের ডাকা মঙ্গল, বুধ, বৃহস্পতিবার টানা ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যেও বন্ধ হবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চলাচল।
সোমবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।
তিনি বলেন, সব রুটে যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে। সব চালকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও দুপুরের সার্কেল বাসও যথাসময়ে চলবে। দূর থেকে আসা এসব বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার হরতালেও চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস। তবে প্রতিটি বাসে শিক্ষার্থীদের সংখ্যা ছিল খুবই নগন্য। কয়েকদিনের অবস্থা দেখে শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাঝ করছে। শিক্ষার্থীরা জানান বর্তমানে সড়কে সহিংসতা লক্ষ্য করেছি তাতে বিশ্ববিদ্যালয়ের বাস চালু রাখার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যদি কোনো শিক্ষার্থী সহিংসতার মুখে পড়ে কোনো ক্ষতির সম্মুখীন হয় তার দায়ভার কি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড যথা নিয়মে পরিচালিত হবে। আর সড়কে বিশ্ববিদ্যালয় বাসগুলোর যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়