অবরোধে চবির ১৬ বিভাগেই হয়নি পরীক্ষা

চট্টগ্রামঃ সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি। এছাড়া জটিলতা দেখা দিয়েছে প্রশাসনিক কার্যক্রমে।

অবরোধের কারণে পরীক্ষা স্থগিতের বিষয়টি বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কমিটির ওপর ছেড়ে দেয় প্রশাসন। এ জন্য পরীক্ষা স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি।

এদিকে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল দশটা পর্যন্ত ১৬টি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। বিভাগগুলো হল— ভূগোল ও পরিবশে বিদ্যা বিভাগ, মেরিন সায়েন্সস বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ,ইতিহাস বিভাগ, কম্পিউটার সায়েন্সে এন্ড ইঞ্জি: বিভাগ, বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, রসায়ন বিভাগ, পালি বিভাগ, ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজনীতি বিজ্ঞান বিভাগ।

অন্যদিকে, বাস চলাচল না করলে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনটি নগরের বটতলী থেকে ক্যাম্পাস অভিমুখে দিনে সাতবার যাওয়া–আসা করে। এতে দৈনিক ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন।

বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চবির পরিবহন দফতর সূত্রে জানা গেছে, অবরোধের কারণে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফ বাস ছেড়ে যায়নি। ফলে অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শহর থেকে ক্যাম্পাসে আসতে পারেননি।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, অবরোধের কারণে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বা অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের বিষয়ে বিভাগ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা ৭২ ঘণ্টার সবার্ত্মক অবরোধ। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা তাদের।

২৮ অক্টোবরের সমাবেশে হামলা, একদফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতও। এছাড়া সরকার পতনের যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা জোট ও অন্য দলগুলোও আলাদাভাবে অবরোধ পালন করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়