বগুড়াঃ জেলার শিবগঞ্জে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্যত্র সরানোর সময় স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে অফিস কক্ষ খুলে স্কুলের কাগজপত্রের কয়েকটি ফাইল নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হয়।
এক পর্যায়ে স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্য এমএ মারুফ মন্ডলসহ অনেকেরই বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এসময় স্কুল প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এমএ মারুফ মন্ডল বলেন, সম্প্রতি মহাসড়ক নির্মাণের জন্য স্কুলের ভূমি অধিগ্রহণের কয়েক লাখ টাকা আত্মসাত করেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।
আমরা সেই টাকার হিসাব চাইলে তিনি নানা তালবাহানা করেন। শুক্রবার ছুটির দিনে গোপনে তিনি স্কুলের কাগজপত্র সড়ানোর চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। আমাদের ধারণা আত্মসাৎকৃত টাকার তথ্য গোপন করতেই তিনি গুরুত্বপূর্ণ প্রমাণ গায়েব করার চেষ্টা করছেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্বর সিদ্দিক মন্ডল বলেন, প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছেন। শুক্রবার ছুটির দিনে স্কুলের অফিস কক্ষ খুলে তিনি কাগজ পত্রের ফাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
এছাড়া, স্কুলের রেজুলেশন বইসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজ আগেই স্কুল থেকে নিয়ে যান প্রধান শিক্ষক। পরে স্থানীয়দের চাপে পুলিশের সহযোগিতায় সেগুলো বাড়ি থেকে অফিসে আনতে বাধ্য হন তিনি।
এ ব্যাপারে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, আমি স্কুলের কাজে যে কোন সময় অফিসে আসতে পারি। শুক্রবার স্কুলে এসে আমার প্রয়োজনীয় ব্যক্তিগত ফাইল ও অফিসের কাগজপত্রের ফাইল নিয়ে বেরিয়ে যাই। কিন্তু তারা (স্থানীয়রা) আমার কাছ থেকে ফাইল কেড়ে নেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, মোকামতলা উচ্চ বিদ্যালয়ে স্থানীয়দের সাথে প্রধান শিক্ষকের ঝামেলার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়