‘অন্য পেশায় মানুষ ক্লান্ত হয়, শিক্ষকতায় হয় সমৃদ্ধ’

চটতগ্রামঃ শিক্ষকতা এক মহান পেশা। প্রত্যেকটা পেশায় মানুষ চাকরি করতে করতে ক্লান্ত হয় আর শিক্ষকতা পেশায় শিক্ষকরা পড়াতে পড়াতে সমৃদ্ধ হয়। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক। আমি আমার ৩০ বছরের চাকরি জীবনে ২২ বছর শিক্ষকতা করেছি বিভিন্ন কলেজে। বুর্জোয়ারা চায় না শিক্ষক সমাজ সৃষ্টি হোক, ধনিক সমাজ চায় না মানুষ কখনো শিক্ষিত হোক। তাই শিক্ষক সমাজকে সমৃদ্ধ করার জন্য তারা কখনো পৃষ্ঠপোষকতা করেনি।

জেএসইউএস সহকারি পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. গাজী গোলাম মওলা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

গত ১৭ অক্টোবর নগরীর থিয়েটার ইন্সটিটিউটে দিলরুবা খানমের সঞ্চালনায় আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন জেএসইউএসের প্রোগ্রাম সুপারভাইজার জাফরিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পিটিআই সহকারি সুপারইনডেন্ট শাহীন আকতার, বায়েজীদ থানা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন পান্না রানী ফিলিপ, আনিস আহমেদ খোকন, মো. মুনজিলুর রহমান, মোহাম্মদ মঈনুল আরেফীন, নাসরিন আক্তার, জাফরিন চৌধুরী। সভায় বক্তারা মুক্তালোচনার মাধ্যমে নানা বিষয়ে সুপারিশমালা পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়