বরগুনাঃ জেলার বেতাগী উপজেলার চান্দখালী ঐতিহ্যবাহী এসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া অনৈতিক কাজে জড়িত হয়ে ধরা পড়ায় তাকে অপসারণের দাবি জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। বুধবার সকাল সাড়ে ১০টায় চান্দখালী বাজারে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ নিয়ে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্বা বজলুর রশিদ দুলাল, সাবেক ছাত্র জাহাংগীর আলম, অভিভাবক জহির খান, ইউপি সদস্য মজিবর রহমান, গোলাম ফারুক, অভিভাবক গোলাম মোর্শেদ প্রমুখ।
জানা গেছে, ৬ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাকে উদ্বার করে। এ সময় প্রধান শিক্ষককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নীরবতা পালন করায় অভিভাবকরা প্রধান শিক্ষককে অপসারণের দাবি করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর কবির সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়