অনু কবিতা: ফরিদা আক্তার

অনু কবিতা
ফরিদা আক্তার

১.সুখ সত্যি অধরা
কিছু জীবনে দেয় না ধরা
আবছা অন্ধকারে দূরে দূরে থাকে
মিথ্যা আশা দিয়ে ইশারায় ডাকে।
২. তুমি রয়েছো দূরে
কিন্তু কত দূরে?
সেখানে কি আমার হৃদয় পোড়া গন্ধ পৌঁছায়?
সেখানে কি আমার অশ্রুর সিক্ততা অনুভব করা যায়?
৩. যদি কখনো তৃষ্ণায়
ফেটে যেতে চায় বুকের ছাতি
তবুও জল দেখলেই না ভেবে
পড়িও না ঝাঁপি।