শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জরায়ু ক্যানসারের নকল ভ্যাকসিন (টিকা) ও আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস-বি টিকাদান কার্যক্রম চালাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহারের বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কর্মকর্তাদের দিয়ে অভিযান চালানোর পর এবার ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্কুল কলেজে বেসরকারিপর্যায়ে কোনো ধরনের ভ্যাকসিনেশন কার্যক্রম না চালাতে অনুরোধ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গত ১৯ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া এক চিঠিতে এ অনুরোধ করা হয়েছে।
দেশে আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস-বি ভ্যাকসিন (টিকা) চোরাই পথে এনে সেগুলো ভেঙে পানি মিশিয়ে জরায়ু ক্যানসারের নকল টিকা তৈরি করে নারীদের দেওয়া এক চক্রের ছয় সদস্যকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চক্রটি গত দুই বছরে ঢাকা ও এর পার্শ্ববর্তী ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্প করে ছয় হাজারের বেশি নারীকে জরায়ু ক্যানসারের নকল টিকা ‘সারভারিক্স’ ও আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস-বির টিকা ‘জেনেভ্যাক-বি’ দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বরাবর ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের অবহিত করা যাচ্ছে যে সারভারিক্স ভ্যাকসিন (টিকা) নকল পাওয়া গেছে। অনিবন্ধিত জেনেভ্যাক-বি ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র নকল করছে, যা গত ১৬ মার্চ ডিবি (পুলিশের গোয়েন্দা বিভাগ) কতৃক জব্দ করা হয়েছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা মিরপুরের দারুস সালামে এ আর খান ফাউন্ডেশনে ভ্যাকসিনটি দিয়ে মেয়েদের ভ্যাকসিনেশন করা হতো তার আলামত পেয়েছে। উল্লেখ্য যে, গাজীপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘স্কুল, কলেজে বেসরকারিপর্যায়ে কোনো ধরনের ভ্যাকসিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া এ ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রাম স্কুল-কলেজে না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এ চিঠির প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কী পদক্ষেপ নিয়েছে তা জানতে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। মাধ্যমিক উইংয়ের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনও ফোন ধরেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়