রাজশাহীঃ জেলায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন শিক্ষক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিকার পেতে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন সাংবাদিকরা। এর আগে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
হুমকি প্রদানকারী শিক্ষকরা হলেন রাজশাহী নগরীর নৈশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রোকনুজ্জামান ও ক্রীড়া শিক্ষক আকরাম হোসেন।
জুলেখা খাতুন নামে একজন নারী সাংবাদিক স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, একটি অনিয়মের অভিযোগ পেয়ে তিনজন সাংবাদিক রাজশাহী নৈশ উচ্চ বিদ্যালয়ে যান। এরপর সাংবাদিকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগমকে অনিয়মের বিষয়ে প্রশ্ন করতেই ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। একপর্যায়ে তিনি বলেন, আমি সাংবাদিকদের কোনো তথ্য দেব না। স্কুল থেকে বের হয়ে যান। এ সময় সাংবাদিকদের সাথে মারমুখী আচরণ ও বিভিন্ন ধরণের অপমানকর কথা বলে শাসনগর্জন করেন তিনি।
সূত্রে আরো বলা হয়, সাংবাদিকদের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় রোববার জিডি করা হয়। আর সোমবার রাজশাহী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন তারা।
এদিকে স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়