অনার্স প্রফেশনালে ভর্তির ২য় পর্যায়ের আবেদন বুধবার

ঢাকাঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে বুধবার (৮ নভেম্বর)। এদিন বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

জানা য়ায়, বুধবার থেকে শুরু হয়ে এই আবেদন কার্যক্রম চলবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য যেসব আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক (www.nu.ac.bd/admissions) ওয়েবসাইট থেকে জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়