অনলাইনে এমপিও আবেদন নামঞ্জুর নিয়ে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনলাইন এমপিও আবেদন নামঞ্জুর আদেশ কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট । একইসঙ্গে এমপিও তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নির্দেশনাও কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার রিটকারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির-উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারীর পক্ষে মামলাটি শুনানি করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মিয়া।

তিনি শিক্ষাবার্তা’কে জানান, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার তামতা দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে মো: শরিফুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়। সম্প্রতি অনলাইনে এমপিও ভুক্তির আবেদন করলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) হতে উক্ত আবেদনটি নামঞ্জুর করা হয়। উক্ত নামঞ্জুর প্রক্রিয়ায় জনবল কাঠামো অনুসরণ না করায় নামঞ্জুর আদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি দায়ের করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়