নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আবেদন আহ্বান করা হয়েছে। এই আবেদন গ্রহণ চলছে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬তম ব্যচ পর্যন্ত অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা এসব পদে আবেদন করতে পারবেন।
৩১ অক্টোবরের মধ্যে এসব আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানোর জন্য প্রতিষ্টন প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে এই আবেদন করা যাবে না। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি বা পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী এই পদায়ন বা বদলি কার্যকর হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়