নাটোরঃ জেলার সিংড়ার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অধ্যক্ষের অনিয়ম ও নতুন কমিটি বাতিলের লক্ষ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করে কমিটি পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য মো. বকুল শেখ, শাহা আলম ফকির, শেখ বাহা উদ্দিন, আলা উদ্দিন আকন্দ, রেজাউল করিম, আয়েশ শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি ও ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহরাব হোসেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, ডাহিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শামীম রেজা, বিয়াশ গ্রামের শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. আকবর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অনেকে।
বক্তারা বলেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম ২০০৬ সাল থেকে একক ক্ষমতা বলে নিজের পছন্দ মত কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক একটি কমিটি অনুমোদন হয় এবং সেই কমিটির সভাপতি নির্বাচিত হন ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএম আবুল কালাম। কিন্তু কমিটির সভাপতি নিজের পছন্দ মত না হওয়ায় অধ্যক্ষ শামসুল ইসলাম ওই কমিটিকে বাতিল করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনকে বাদী করে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন।
বক্তব্য শেষে ‘শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম কেন? চলবে না চলবে না’, ‘চাকরির নামে নিয়োগ বাণিজ্য, বন্ধ করো করতে হবে’ বিভিন্ন শ্লোগানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম মোবাইল ফোনে জানান, শিক্ষা বোর্ড থেকে যে কমিটি অনুমোদন হয়েছে তা বৈধ নয়। প্রতিমন্ত্রী বর্তমান কমিটির বিষয়ে আমাকে কিছু বলেনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটি কমিটি গঠন করে প্রতিমন্ত্রী সঙ্গে দেখা করবো।
আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. সুলতান মাহমুদ বলেন, গ্রামবাসীর আন্দোলনের মুখে গত ১ অক্টোবর থেকে মাদ্রাসা বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থী। আমরা গ্রামবাসীর সঙ্গে আছি। আমরা চাই দ্রুত এর একটা সমাধান।
উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়