অধ্যক্ষের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নাজমা নাসরিন ভারপ্রাপ্ত হওয়ার পর থেকে নানা অনিময় ও স্বেচ্ছাচারী আচরণের সঙ্গে জড়িত রয়েছেন। বিগত কমিটির কাছ থেকে নানা ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি। এ ছাড়া রেজুলেশন ছাড়াই তিনি কলেজের বেতন দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। পাশাপাশি ৭০ হাজার টাকার পুরাতন কাগজ বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

শিক্ষার্থীরা আরও বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও গাইড বই সিলেকশন করে অধ্যক্ষ তিন লাখ টাকা গ্রহণ করেছেন। তবে এই টাকা এখনো তিনি স্কুল ফান্ডে জমা দেননি। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন মুঠোফোনে বলেন, ‘অভিযোগ নিয়ে কোনো শিক্ষার্থী আমার কাছে আসেনি।’

কলেজের দাতা সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অভিযোগটি সঠিক। ২০১২ সালের পর থেকে কলেজে এখন পর্যন্ত কোনো নির্বাচিত গভর্নিং কমিটি নেই। আর এই কমিটি না থাকার সুযোগে লুটপাট করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন। সম্প্রতি ম্যানেজিং কমিটির নির্বাচন হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কমিটি বাস্তবায়িত না হওয়ার পেছনে অধ্যক্ষ নাসরিনের ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩