নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মিরপুরের ঢাকা কমার্স কলেজের কতিপয় শিক্ষকের বিরুদ্ধে নিজেদের লেখা অথবা বিশেষ কোনও লেখকের বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা থেকে বিরত রাখতে নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কতিপয় শিক্ষক নিজেদের লেখা বই ও প্রকাশকদের লেখা বই ছাত্রছাত্রীদের কিনতে চাপ প্রয়োগ করে আসছেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে এলে কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে।
মার্কেটিং, ফিন্যান্স, ইংরেজি, বাংলা বিভাগ ও আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষক নিজের অথবা বিশেষ কোনও লেখকের বই কিনতে ছাত্রছাত্রীদের চাপ দিচ্ছেন বলে জানায় তারা।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ মার্চ) কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করেছে।
কলেজের অধ্যক্ষ আবু মাসুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কলেজ কর্তৃপক্ষের কাছে এই মর্মে অভিযোগ আসছে যে ঢাকা কমার্স কলেজের কোনও কোনও শিক্ষক তাদের নিজেদের লেখা অথবা বিশেষ কোনও লেখকের লেখা বই কেনার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করছেন ও বাধ্য করার চেষ্টা করছেন। শিক্ষকদের এ ধরনের গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়