website page counter মাদ্রাসার সুপার এর উদ্দেগে সকল শিক্ষকদের বিকল্প আইসিটি ট্রেনিং এর ব্যাবস্থা – শিক্ষাবার্তা

22 March 2019,

মাদ্রাসার সুপার এর উদ্দেগে সকল শিক্ষকদের বিকল্প আইসিটি ট্রেনিং এর ব্যাবস্থা

গজারিয়া পাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর।

মাদ্রাসায় আইসিটিতে সকল শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষে মোট ১৫ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকাকে এই বিকল্প আইসিটি ও মাল্টিমিডিয়া ক্লাস এর উন্নয়ন এর লক্ষে এই প্রশিক্ষণের ব্যাবস্থা করেন । এই বিষয়ে গজারিয়া পাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মাওঃ আব্দুল মতিন আরও জানান যে শিক্ষকদের আইসিটি বিষয়ে ও মাল্টিমিডিয়া ক্লাস তৈরিতে কেউ কোনও শিক্ষক শিক্ষিকা যেন অজ্ঞ না থাকেন ।
তিনি আরও শিক্ষা বার্তাকে জানান যে এই আইসিটি প্রশিক্ষণ প্রায় ৬ মাস ব্যাপী চলবে। তিনি আরও জানান এই প্রশিক্ষণের মাধ্যমে আইসিটিতে সবাই দক্ষ হয়ে উঠবে ।

এই বিভাগের আরও খবর