নিজস্ব প্রতিনিধি
শীতে কাঁপছে দেশের উত্তরের জনপদ। আজ রোববার (৭জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েকদিন থেকে কুয়াশার পাশাপাশি হিমালয় থেকে ধেয়ে আসা শীতল বাতাস বইছে দিনাজপুরের ওপর দিয়ে। প্রতিনিয়ত বাড়ছে শীতের তীব্রতা।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মো. আজাদুল হক মণ্ডল জানান, রোববার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দিনাজপুরে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিনদিন থাকবে।