website page counter প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ ইং, ২১শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ রাত ৯:৪৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বাংলা

পতিত পাবন মণ্ডল, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

ঢাকা

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা ইতোমধ্যে মা-বাবা ও শিক্ষকদের নিকট থেকে জেনেছ যে, এবার তোমরা ‘পিইসিই’ বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিবে। সে লক্ষ্যে তোমরা বছরের প্রথম থেকেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছো। প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়বে ও লিখবে। তোমাদের প্রস্তুতিকে সহায়তা করতে আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো আজ থেকেই পরিকল্পিতভাবে অনুশীলন কর:

১.শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ মনে রেখো ও খাতায় লেখো:

সৌভাগ্য; প্রকৃতি; বৈচিত্র্য ; বেলাভূমি ; প্রান্তর ; স্বজন ; সার্থক ; সাংগ্রাই ; বিজু

উত্তর : ২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

প্রকৃতি; সৌভাগ্য; বৈচিত্র্য; বেলাভূমি; প্রান্তর; সার্থক

ক.আমাদের ……….. যে আমরা এদেশে জন্মেছি।

খ.আমাদের দেশে রয়েছে সুন্দর ………..।

গ.কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের…..।

ঘ. একই দেশ অথচ কত ………..।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ……, পাহাড়, সমুদ্র- এইসব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ……. হয়ে উঠবে আমাদের জীবন।

উত্তর : ক. আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি।

খ.আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।

গ.কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি।

ঘ. একই দেশ অথচ কত বৈচিত্র্য

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর,পাহাড়, সমুদ্র-এইসব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।

ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর:বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা, মারমা, রাখাইন, সাঁওতাল, মুরং, তঞ্চঙ্গা, রাজবংশী প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে।

খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?

উত্তর:বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম হলো-

ক. মুসলমানদের-ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা।

খ. হিন্দুদের-দুর্গাপূজা ও নানারকম উত্সব, পার্বণ

গ. বৌদ্ধদের-বুদ্ধ পূর্ণিমা।

ঘ. খ্রিষ্টানদের-ইস্টারসানডে ও বড়দিন।

গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী?

উত্তর : বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। তারা নিজনিজ ভাষায় কথা বলে। রয়েছে নানা পেশার লোকজন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ একসাথে বসবাস করে। এখানে প্রত্যেকের ধর্মীয় উত্সগুলোতে রয়েছে ভিন্নতা।

ঘ.“দেশ হলো জননীর মতো।” দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

উত্তর:দেশ হলো জননীর মতো। জননী যেমন সন্তানকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন। দেশও ঠিক তেমনি তার আলো, বাতাস, সমপদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে।

এই বিভাগের আরও খবরঃ