website page counter চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা; আবহাওয়া অফিস - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ ইং, ২১শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ সকাল ১০:২৬

চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা; আবহাওয়া অফিস

নিউজ ডেক্স: আবহাওয়া অফিস জানিয়েছে যে, চলতি মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায় যে, আবহাওয়াবিদ আবদুল হামিদ গতকাল সোমবার জানান, এ মাসের মাঝামাঝি ও শেষভাগে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হতে পারে।তবে গতকাল ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। অপরদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী তিন দিন প্রথমার্ধে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই বিভাগের আরও খবরঃ