website page counter এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণের দাবি - শিক্ষাবার্তা ডট কম

শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ ইং, ২১শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ রাত ৯:০৬

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষেই এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি রয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ), বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের। সংগঠনগুলোর দাবি, বিচ্ছিন্নভাবে জাতীয়করণ না করে একসঙ্গে জাতীয়করণের ঘোষণা হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। মুজিববর্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে সেই আলো শিক্ষকদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এছাড়া শিক্ষকদের অন্য দাবি হচ্ছে- সরকারি শিক্ষকদের মতোই অন্তর্বর্তীকালীন বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদান; ব্যবস্থাপনা কমিটির অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা; স্কুল পর্যায়ে ব্যবস্থাপনা কমিটিতে ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায় গভর্নিং কমিটিতে মাস্টার্স পাস ও স্বচ্ছ ইমেজের ব্যক্তিদের মনোনীত করা; মাউশি, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ বিভিন্ন শিক্ষাবোর্ডে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেওয়া; মুজিববর্ষে শিক্ষা প্রশাসন থেকে মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী ও দুর্নীতিবাজদের অপসারণ।

41

এই বিভাগের আরও খবরঃ